এবার বড় চমক জেলা কমিটিতে, জেলা কমিটির দল ঘোষনার পরে শোরগোল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস শিবিরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার বড় চমক জেলা কমিটিতে। নতুন এবং পুরানো মিলিয়ে সবাই মূলত রয়েছেন এই কমিটিতে। এদিকে জেলা কমিটির দল ঘোষনার পরে শোরগোল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস শিবিরে। এবার অনেকটাই দর্শক গৌতম দেব এবং রঞ্জন সরকার,অন্যদিকে উজ্জল জেলা সভাপতি পাপিয়া ঘোষ। বহুদিন পরে যিনি তৃণমূল কংগ্রেসকে অষ্কিজেন যোগান দিচ্ছেন বলেই খবর। ছোট কর্মী এবং সাধারন কর্মীরা জানিয়েছেন দলের মধ্যে গুমোট ভাবটা যে এখন একেবারেই নেই তার মুল কৃতিত্ব জেলা সভাপতির। এখন তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি শিবিরকে অনেকটাই চাঙ্গা মনে হয় তার কৃতিত্ব দাবী করতে পারেন জেলা সভাপতি। সব দিকেই একেবারেই সুষ্ঠুভাবে নাম দিয়ে এবং ঘোষনা করে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন এই জেলার রাশ তারই হাতে। কর্মীদের সাথে বন্ধুর মতন মেশেন বড়দের সন্মান করেন সবার সাথে হেসে কথা বলছেন, কেউ সাহায্য চাইতে আসলে বিরক্ত হন না, এরজন্য তিনি জেলা সভাপতি।গতকাল জেলা কমিটি ঘোষনা করে সে যেই হোক পুরুষ হোক কি মহিলা কি যুব জেলা সভাপতি বুঝিয়ে দিলেন তিনি কতখানি দক্ষ। সবাইকে পাশে রেখে সবার সামনেই দল ঘোষনা করে তিনি বুঝিয়ে দিলেন তিনি কতখান দক্ষ হয়ে উঠেছেন। শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল কতখানি বিখ্যাত সবাই জানেন। এই গোষ্ঠী কোন্দলকে দুরে সরিয়ে দিয়ে একেবারেই নতুন রুপ দিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসকে। আর কালকের দল ঘোষনা একেবারেই চমক তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে।পাপিয়া ঘোষ যে প্রচণ্ডভাবে পরিনত তা তিনি গতকাল বুঝিয়ে দিয়েছেন দল ঘোষনা করে। এর কর্মীরাও জানিয়েছেন তারাও খুশী এই জেলা কমিটির নাম ঘোষনায়। সামনে লোকসভা নির্বাচন,এই বড় পরিক্ষা জীততে হবে তৃণমূল কংগ্রেসকে।তাই দরকার একেবারেই সচ্ছ জেলা কমিটি যারা একেবারেই নিরপেক্ষভাবে লড়াই করবে জানালেন পাপিয়া ঘোষ।এর সাথে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে বেদব্রত দত্তকে এবং চেয়ারম্যান হিসাবে রাখা হয়েছে অলোক চক্রবর্তীকে। তৃণমূল যুবতে আনা হয়েছে অনেক নতুন মুখ যারা আগামীদিনে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসকে নতুনকরে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *