এবার INDIA’ জিতবে, বিজেপি হারবে,বেঙ্গালুরুতে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
বেস্ট কলকাতা নিউজ : বিপর্যয়ের হাত থেকে ভারতকে বাঁচাতে হবে। ইন্ডিয়ার কাছে হারবে বিজেপি।’ বেঙ্গালুরুতে ২৬ বিরোধী দলের বৈঠক থেকে এভাবেই পদ্ম শিবিরকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । চব্বিশের লোকসভাকে পাখির চোখ করে বিরোধী জোটের সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল পটনাতেই। বেঙ্গালুরুতেই পড়ে গেল চূড়ান্ত সিলমোহর। এবার বিজেপিকে ঠেকাতে মাঠে নামছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্য়ালায়েন্স’ বা ‘INDIA’। বিরোধী জোটের নাম ঠিক হয়েছে এমনই।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি, এদিনের বৈঠক খুব ফলপ্রসূ হয়েছে। এই জোটের হাত ধরেই ভারতে বাঁচবে গণতন্ত্র। বিজেপির চোখে চোখ রেখে লড়াইটা শুরু হয়ে গেল আজ থেকেই। এদিন মমতা বলেন, “আজকের মিটিং খুবই ভাল হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে, ফলপ্রসূ হয়েছে। আমার মনে হয় আজ থেকে সত্যিকারের একটা লড়াই শুরু হয়ে গেল।”
এখানেই না থেমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা আরও বলেন, “আজ দেশে যে সমস্ত দলিত, সংখ্যালঘু, হিন্দু, মুসলিম, শিখ বিপদের মুখে রয়েছে। অরুণাচল, মনিপুর, উত্তর প্রদেশ, দিল্লি, বাংলা, বিহার, মহারাষ্ট্র, সব জায়গাতেই সরকার কেনাবেচাই ওদের একমাত্র কাজ। ওরা এখন দেশ বিক্রির সওদাগিরি করছে। লোকতন্ত্রকে কেনার সওদাগিরি করছে। এ জন্য আজ কোনও স্বতন্ত্র সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না। কেউ বিরোধীদের সমর্থন করলেই পরের দিন ইডি-সিবিআই তাঁর কাছে চলে যাচ্ছে।” মমতার দাবি, “আমরা দলিত, কৃষক, অর্থনীতি, দেশের জন্য কাজ করব। আমাদের সমস্ত ফোকাস, সমস্ত প্রচার এখন থেকে ‘ইন্ডিয়া’-র ব্যানারের নীচেই হবে। ইন্ডিয়া জিতবে, বিজেপি হারবে। ভারত জিতবে, দেশ জিতবে, ভাজপা হারবে।