এস আই আর কে নিয়ে অকারণে ভয় পাওয়ার কিছু নেই, জানালেন তৃণমূল নেত্রী সুপর্ণা বোস মৈত্র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের দাপুটে নেত্রী তিনি। যখনই কোন অনুষ্ঠান হয় তখন তার দাপট বুঝতে পারা যায়। সুপর্ণা বোস মৈত্র তৃণমূল কংগ্রেসের এমনই একজন দাপুটে নেত্রী, যিনি একদিকে আইনজীবী, আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক। তিনি জানান যারা ভারতবর্ষের নাগরিক নিশ্চিন্তে এস আই আর এর আবেদন পত্র পূরণ করুন। আপনাদের কোন সমস্যা হবে না, কেউ আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে না। আমাদের সবাই আপনাদের সাথে আছে। শিলিগুড়িতে নিবিড় পরিশ্রম করে চলেছেন সুপর্ণা বোস মৈত্র।

তিনি আরো জানান এস আই আর কে নিয়ে ভয়ে পাচ্ছে সাধারণ মানুষ, আর কিছু মানুষ তাদের ভয় দেখাচ্ছে। কিন্তু এখানে ভয় পাওয়ার কিছুই নেই, সবাই আমরা একসাথে একজোট হয়ে এস আই আর এর বিপক্ষে লড়াই করে চলেছি, এর একটাই কারণ আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। গত কয়েকদিন ধরে সবকিছু ছেড়ে দিয়ে পরিশ্রম করে চলেছেন সুস্মিতা বোস মৈত্র।

তিনি এও জানান অনেকেই আতঙ্কের মধ্য দিয়ে আছে, কিন্তু এখানে আতঙ্কের কিছুই নেই। আমরা সবাই যদি জিনিসটাকে বুঝতে চেষ্টা করি তবে কিন্তু একটা অন্য মাত্রা নেবে এই এস আই আর। আমি নিজে সবাইকে বুঝাচ্ছি এবং সবাইকে বলে দিচ্ছি ঠিক কিভাবে কি করতে হবে । আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমাদের একটা আলাদা দায়িত্ব আছে। যে দায়িত্বটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন। তাই আপাতত কোন চিন্তা ভাবনা না করে আপনারা এস আই আর এর আবেদনপত্র পূরণ করুন। দেখবেন আস্তে আস্তে চিন্তা এমনি সরে যাবে। সুপর্ণা বোস মৈত্র আরো জানান বিজেপি মানুষের মনের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিতে চেষ্টা করবে। আর আমরা সেটা কোনো ভাবে হতে দেব না। তবে আমরা মানুষের সাথে থেকেই মানুষের জন্য লড়াই করব। এমনটাই জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *