এয়ারলিফ্ট করে দেশে ফেরানো হবে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের, জানালেন বিদেশ সচিব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে ভারতীয় বায়ুসেনা প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের এয়ারলিফ্ট করতে৷ তাও আবার বাণিজ্যিক বিমানের মাধ্যমে ৷ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা এমনটাই জানিয়েছেন ৷ তিনি এও জানিয়েছেন, ভারত রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই ক্রমাগত যোগাযোগ রেখেছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে৷

বিদেশ সচিব শ্রিঙ্গলা আরও জানান, ‘‘প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বিদেশ মন্ত্রক যোগাযোগ রাখছে ৷ আমরা তাদের ইতিমধ্যেই জানিয়েছি এয়ারলিফ্ট করার প্রয়োজনীও ব্যবস্থা গ্রহণ করার কথা ৷ আর সেক্ষেত্রে বাণিজ্যিক বিমান নিয়ে যেতে পারে ভারতীয় বায়ুসেনাও ৷ সবরকম বিকল্প আমরা প্রস্তুত রাখছি ৷’’ তিনি আরও বলেন, ভারতের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতীয় নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করা এবং তাঁদের উদ্ধার করা ৷

বিদেশ সচিব জানিয়েছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্যক্তিগতভাবে কথা বলেছেন পোলিশ, রোমানিয়ান, হাঙ্গেরিয়ান এবং স্লোভাকিয়ান সরকারের বিদেশমন্ত্রীদের সঙ্গেও৷ তাঁদের কাছে অনুরোধ করেছেন ইউক্রেন সংলগ্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে ক্যাম্প তৈরি করার৷ যাতেবিশেষ সুবিধা হয় ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে৷ বিদেশ সচিব আরও জানিয়েছেন, বিমানের বিকল্প রয়েছে দুবাই এবং ইস্তানবুল থেকে৷ এছাড়াও অনবরত তাঁদের কাজ চালিয়ে যাচ্ছে ইউক্রেনে ভারতীয় দূতাবাসও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *