কর্মী নিয়োগ চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে , বিস্তারিত জেনে নিন আবেদন পদ্ধতি সম্পর্কে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজের সুবর্ণ সুযোগ। রাজ্যের (পড়ুন পশ্চিমবঙ্গ) এর যে কোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কী ভাবে করবেন আবেদনা ? আবেদনের শেষ তারিখ কত ? সমস্ত তথ্য রইলো আজকের প্রতিবেদনে।

পদ : ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ : ২
যোগ্যতা : যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স (বি সি এ / বি এস সি ) করা থাকতে হবে। তার সাথে থাকতে হবে ৫৫ শতাংশ নম্বর। এবং কম্পিউটার এ গেম পোর্টাল , ই-টেন্ডার, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ জানা আবশ্যক।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন : ২০,০০০ টাকা (প্রতিমাসে)
নিয়োগ পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদন পদ্ধতি : প্রার্থীকে অফলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।
প্রথম স্টেপ : অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
দ্বিতীয় স্টেপ : আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা , শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট , কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট ও বয়সের প্রমাণপত্র সংযুক্ত করে নিদিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

জমা দেওয়ার ঠিকানা : office of the Registrar, university of calcutta, Senate house, Darbhanga Building, 86/1, Collage Street, Kolkata 700073

আবেদনের শেষ তারিখ : ২৩ শে এপ্রিল ২০২৩

পদ : ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ : ২
যোগ্যতা : যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স (বি সি এ / বি এস সি ) করা থাকতে হবে। তার সাথে থাকতে হবে ৫৫ শতাংশ নম্বর। এবং কম্পিউটার এ গেম পোর্টাল , ই-টেন্ডার, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ জানা আবশ্যক।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন : ২০,০০০ টাকা (প্রতিমাসে)
নিয়োগ পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদন পদ্ধতি : প্রার্থীকে অফলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।
প্রথম স্টেপ : অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
দ্বিতীয় স্টেপ : আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা , শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট , কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট ও বয়সের প্রমাণপত্র সংযুক্ত করে নিদিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

জমা দেওয়ার ঠিকানা : office of the Registrar, university of calcutta, Senate house, Darbhanga Building, 86/1, Collage Street, Kolkata 700073

আবেদনের শেষ তারিখ : ২৩ শে এপ্রিল ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *