“ওয়ানডার বয় অফ বেঙ্গল”, যে কিনা ভবিষ্যতবাণী করতে পারে অঙ্কের সম্ভাবনা তত্ব দিয়েই!
বেস্ট কলকাতা নিউজ : এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা অধিকারী হয়ে থাকে আর পাঁচ জনের থেকে সম্পূর্ণ আলাদা প্রতিভার ।যে আর পাঁচ জনের মত সাধারণ তবে তার প্রতিভা নয়। আজ এমন একজন মানুষের সাথে পরিচয় করবো যে সঠিক ভবিষ্যতবাণী করতে পারে খেলা থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ের উপর । প্রীতম দাস, ২০ বছর বয়সী বায়োটেকনোজির ছাত্র। সে বহু জিনিসের সঠিক ভবিষ্যতবাণী করতে পারে অঙ্কের সম্ভাবনা তত্ব দিয়েই । হজম করতে অসুবিধা হলেও এবং বুজরুকি মনে হলেও এটাই সত্যি। সম্ভাবনা তত্ব ছাড়াও তার গভীর জ্ঞান আছে সংখ্যাতত্ত্ব তেও। ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপে সে ভারত এর খেলার ও সেমি ফাইনাল এবং ফাইনাল খেলায় সঠিক ভবিষ্যতবাণী করে চমকে দিয়েছে সকলকে । আফগনিস্তানের বিরুদ্ধে কষ্টাজিত জয় থেকে ইংল্যান্ড এর বিশ্বকপজয় করার
কথাও বলে দিয়েছিল প্রীতম। ইন্টার কন্টিনেন্টাল কাপ এর ফাইনাল খেলায় নর্থ কোরিয়ার জয় লাভ হবার কথাও জানিয়ে ছিল প্রীতম । প্রেডিকশন করা ছাড়াও প্রীতম এর প্রতিভা আছে একাধিক বিষয়ের উপর।
একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি হবে প্রীতম এর নিজের বিজ্ঞানভিত্তিক লেখা নিয়েও । কাজও তাই শুরু করে দিয়েছে প্রীতম। এছাড়াও অসাধারণ কবিতা ও Rap গান লিখতে পারে। এছাড়া খেলাধুলা আরো অনেক বিষয়েও তার প্রতিভা আছে।
প্রীতম এর নিজের বিজ্ঞানভিত্তিক লেখা নিয়ে ডকুমেন্টারি ফিল্ম তৈরি হবে। স্ক্রিপ্ট লেখার কাজও তাই শুরু করে দিয়েছে প্রীতম।প্রীতম এর প্রেডিকশন করা শুরু হয়েছিল ২০১৮ এর ফুটবল বিশ্বকাপ থেকে। তবে এতটাও সহজ ছিল না তার যাত্রাপথ। তবে যত দিন গেছে প্রীতম প্রেডিকশন ততো জোরালো হয়েছে। তবে বাইরের দেশে আলাদা কদর দেওয়া হয় এমন প্রতিভাকে , আশা করা যায় প্রীতম নিজের এই সাফল্যর ধারাবাহিকতা
সঠিক ভাবে বজায় রাখতে পারবে।