কলকাতা পৌরনিগম টিকাকরণ শিবির করতে পারবে না স্বাস্থ্য দফতরের কোনো অনুমতি ছাড়া

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার থেকে কলকাতা পৌরনিগম শহরে কোনও করোনার টিকাকরণের শিবির করতে পারবে না রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়া। কলকাতা পৌরনিগম টিকা দিতে পারবে স্বাস্থ্য দফতরের নির্দেশ পেলে তবেই। তবে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছ থেকে অনুমোদন নিতে হবে করোনা টিকাকরণের জন্য শিবির করতে হলে।এই বিষয় কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতর অনুমোদন দিলে একটি কোড দেবে, এবার থেকে কলকাতা পৌরনিগম টিকা দেবে সেই কোড অনুযায়ী। সেইসঙ্গে কলকাতা পৌরনিগমের মেগা ভ্যাকসিন সেন্টারগুলির সময়সূচিও বদল হতে চলেছে।

আরও অভিযোগ উঠছে, করোনার টিকা পাচ্ছেন না এই মেগা ভ্যাকসিন সেন্টারগুলি যে এলাকায় রয়েছে সেই এলাকার স্থানীয় বাসিন্দারাই। মেগা সেন্টারগুলি থেকে করা হয় সুপার স্প্রেডার গ্রুপের টিকাকরণ। এবার এই মেগা সেন্টারগুলি থেকে একটি নির্দিষ্ট সময়ে টিকাকরণ করা হবে এলাকার স্থানীয় বাসিন্দাদের।এদিকে কলকাতা পৌরনিগমও শহরে বাচ্চাদের জন্য সেফ হোম তৈরি করার উপর বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা শহরে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের আশঙ্কার কথাও। কলকাতা পৌরনিগমও আলিপুরে শিশুদের জন্য সেফ হোম তৈরি করার পরিকল্পনা নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *