কাঁকসায় চাষিদের বিক্ষোভ ধানের সরকারি সহায়ক মূল্যে অস্বচ্ছতার অভিযোগে
বেস্ট কলকাতা নিউজ : কাঁকসার কৃষকরা সরব হলেন সরকারি সহায়ক মূল্যে ধান কেনায় অস্বচ্ছতার অভিযোগ তুলে। তাঁরা বৃহস্পতিবার বিক্ষোভও দেখান কাঁকসা কিষাণ মান্ডিতে জড়ো হয়ে। তাঁদের আরও অভিযোগ , ধান বিক্রি করার জন্য সরকারিভাবে দিন ধার্য করা হয়েছে প্রায় দুই থেকে তিন মাস পরে। এতদিন ধরে ধান মজুত করা সম্ভব নয় ঘরে রেখে।
তারা আরও জানান , বেশিরভাগ চাষি চাষ করেন মহাজনের থেকে ঋণ নিয়ে। এছাড়াও প্রস্তুতি নিতে হবে বোরো ধান চাষের জন্যও। সেক্ষেত্রে দুই বা তিন মাস পরে দিন দিলে সমস্যা হবে মূলত কৃষকদেরই। এছাড়া যে পরিমাণ ধান নেওয়ার কথা বলা হচ্ছে অস্বচ্ছতা রয়েছে সেখানেও। এমনকি জমির পরিমাণ অনুসারে ধান না নিয়ে একই পরিমাণ ধান ধার্য করে দেওয়া হয়েছে সকলের ক্ষেত্রেই। যাদের কম জমি তারা যত বস্তা বিক্রির সুযোগ পাচ্ছে, যাদের বেশি জমি তারাও বিক্রির সুযোগ পাচ্ছে সেই পরিমাণ বস্তাই। আর যারা নিজেদের জমির ধান পাচ্ছে না , তারা কোটা পূরণ করার জন্য বাইরে থেকে ধান স্বল্প দামে কিনে এনে সেই ধান বিক্রি করার সুযোগ করে নিচ্ছেন সহায়ক মূল্যেই। অর্থাৎ, অভিযোগ উঠেছে পরোক্ষভাবে সেই মধ্যসত্ত্বাভোগীদের জায়গা করে দেওয়া হচ্ছে বলেই।এই বিষয়ে ব্লক উন্নয়ণ আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, এই বিষয়ে আলোচনা করা হবেচাষিদের সঙ্গে এবং যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়, পদক্ষেপ করা হবে এমনকি সেই ব্যাপারেও।