কুকুর এক রোগীর ডান হাতের টুকরো খুরে খুরে খাচ্ছে এমার্জেন্সি ওয়ার্ডের ছাদে! ঘটনাস্থলে সুপার
বেস্ট কলকাতা নিউজ : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের ছাদে রোগীর একটি কাটা ডান হাতের টুকরো মিললো চিকিৎসার গাফিলতিতে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে উঠে এলো এমনটাই কিছু দৃশ্য। খবরের ভিত্তিতে জানা যায় যে সঞ্জয় সরকার নামে ডাবগ্রাম এলাকার এক বাসিন্দার অ্যাক্সিডেন্ট হয়।বয়স ৩২ ,তবে সব থেকে বড় বিষয় হলো ডাক্তার নাকি সেই রোগীকে বলেছিল যে তার ডানহাতটি কিছুটা হলেও ক্ষত রয়েছে তবে সেটা সঠিক হয়ে উঠবে চিকিৎসায়।
কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পরলো পুরোবিষয়টির এক উল্টো চিত্র। এমার্জেন্সি ওয়ার্ডের ছাদে কুকুরের মুখে সেই ব্যক্তির হাত, এমনকি সেই কুকুর সেই হাত থেকে খুরে খুরে খাচ্ছে।তবে এই দৃশ্যটি দেখে বাংলার পক্ষ নামে একটি সংস্থার লোকেরা এসে ধিক্কার জানিয়ে পুরো বিষয়টির জবাব চেয়ে বসেন সুপারের অফিসে এবং বক্তব্যের মাধ্যমে সেখানকারই এক বাসিন্দা জানান যে সঠিক চিকিৎসা নেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এমনকি সকলের অভিযোগ ডাক্তার নাকি রোগীদের ঠিক সময় চিকিৎসা করতে আসে না বলেই অনবরত এরকম ঘটনা ঘটে চলেছে বলে ।