কুতুব মিনারের থেকেও ৬ গুণ বড় ধূমকেতু ক্রমশ ধেয়ে আসছে পৃথিবীর দিকে ,চরম উদ্বিগ্ন নাসার গবেষকেরা
বেস্ট কলকাতা নিউজ : পৃথিবীর দিকে ক্রমশ ধেয়ে আসছে কুতুব মিনারের চেয়ে ৬ গুণ বড় ধূমকেতু। সতর্ক করল মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সম্পর্কিত গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা।এমনকি নাসা উল্লেখ করেছে প্রায় ১২০০ ফুট বিস্তৃত ৩৬৫ মিটার চওড়া দীর্ঘ আকারের এই অ্যাস্টেরয়েডের কথা । এছাড়াও তারা দেখেছে, এটা পৃথিবীর দিকে ক্রমশ ধেয়ে আসছে ভয়ংকর গতিতেই । এমনিতেই গত সপ্তাহে ঘটেছে দুটি ভিন্ন আকারের গ্রহাণুর সঙ্গে মুখোমুখি হওয়ার ঘটনা। একটি ছিল ৪০০ ফুট চওড়া, অন্যটি ৬০০ ফুট চওড়া। কিন্তু এ যেন তার চেয়েও ভয়ংকর। কেননা, এর আকার এদের দুগুণ বা তিনগুণ।
এদিকে বিজ্ঞানীরা এই ভাবে বিষয়টিকে বোঝাচ্ছেন, যে ধূমকেতুটি ধেয়ে আসছে, সেটি আকারে স্ট্যাচু অব লিবার্টির থেকে ৩ গুণ। এত বৃহৎ একটি পাথর যে কোনও ভাবেই আসুক না কেন তা বিপদের বার্তা বহন করে আনে যে কোনও সময়েই। এর উপর ঘণ্টায় ১,১৫,৮৭২ কিলোমিটার বেগে এটি আসছে! দুর্ধর্ষ বেগ! এটি হয়তো চলে আসবে পৃথিবীর ৬.১ মিলিয়ন কিলোমিটারের মধ্যে। এবং আপাত ভাবে এটিকে মনে হচ্ছে খুবই বড় মাপের দূরত্ব বলে। কিন্তু এটা তেমন কোনও দূরত্বই নয় মহাজাগতিক ব্যাপারের ক্ষেত্রে।