কোঝিকোড়ে শুরু হল নিপা ভাইরাসের উৎসের খোঁজ
বেস্ট কলকাতা নিউজ : কেরালার কোঝিকোড়ে ১২ বছরের এক বালকের মৃত্যু হয়েছে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে৷ আর তারপরই সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা আরও বৃদ্ধি করা হয়েছে কোঝিকোড় জেলা প্রশাসনের তরফে৷ প্রথমেই এর উৎস খুঁজে বের করা প্রয়োজন এই মারাত্মক ভাইরাসকে দ্রুত নির্মূল করতে এবং সংক্রমণ ঠেকাতে হলে৷ প্রশাসন এখন তৎপরতার সঙ্গে শুরু করেছে সেই কাজই৷
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই বিষয় জানিয়েছেন, যে বালক নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আশঙ্কা করা হচ্ছে সে আরও অনেকের সংস্পর্শে এসেছিল বলেও৷ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ২০ জনকে৷ মনে করা হচ্ছে এই২০ জনের ঝুঁকি সবচেয়ে বেশি বলেই ৷ এঁদের মধ্যে সাতজনের নমুনা পাঠানো হয়েছে পুনের এনআইভি -তে৷
একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, নিপা ভাইরাসের সংক্রমণ কীভাবে আটকানো যায়, তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদেরকে ৷ খতিয়ে দেখা হচ্ছে যে ওই ছেলেটি প্রথম সংক্রামিত, নাকি সে সংক্রামিত হয়েছে কারও থেকে৷ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছে ১৮৮ জনকে, যাঁরা এসেছিলেন ওই বালকের সংস্পর্শে৷ এর থেকে আরও অনেক বেশি থাকতে পারেন ৷ প্রত্যেককে খোঁজার চেষ্টা করা হচ্ছে ৷