বাগডোগরা বিমানবন্দর ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে রানওয়ে সংস্কারের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে রানওয়ে সংস্কারের প্রয়োজনে গত সোমবার ১১ এপ্রিল থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকতে চলেছে বায়ুসেনার আর্জি মেনে। এদিকে পর্যটন ব্যবসায়ী-সহ সাধারণ যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর বন্ধের খবর মিলতে। কিন্তু রানওয়ের কাজের জন্য বিমান বন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর বন্ধ রাখতে একরকম বাধ্য হয়েছে।

প্রতিদিন ৩৬টি বিমান ওঠানামা করে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাগডোগরা বিমানবন্দরে। উত্তরবঙ্গের একমাত্র এই বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন। এছাড়াও বাগডোগরা হয়ে চলাচল করে বেশ কিছু বড় বিমানও। আবার এই বিমানবন্দরের উপর নির্ভরশীল নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি সিকিম, বিহার ও অসম রাজ্যের মানুষও। বিমানবন্দর একটানা বন্ধ থাকায় পর্যটন-সহ অন্য ব্যবসায় জড়িত বহু মানুষের রোজগারে ধাক্কা খাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *