কোনও দূরভিসন্ধি কি কাজ করছে ফাল্গুনী মার্কেটের বস্তিতে আগুনের নেপথ্যে ? নমুনা সংগ্রহে ঘটনাস্থলে এল ফরেনসিক টিম
বেস্ট কলকাতা নিউজ : ফাল্গুনী বাজার সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের পর অবশেষে ঘটনাস্থলে এল ফরেনসিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান ফরেনসিক সাইন্স এন্ড ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল। সোমবার বেলা ১২.২০মিনিটে ঘটনাস্থলে এসে পৌঁছন ফরেনসিক বিশেষজ্ঞরা। নমুনা সংগ্রহের কাজ চলে ১.২০ মিনিট পর্যন্ত। সর্বস্ব হারানো পরিবারগুলো চেষ্টা করছেন শেষ সহায় সম্বল খোঁজার। গোটা ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে এদিনের আগুনে। নিরাশ্রয় হয়েছে আশিটি পরিবার। আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঠাঁই হয়েছে ৩৮ নং ওয়ার্ডের কমিউনিটি হলেই ।
উল্লেখ্য, দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় হাহাকার অব্যাহত। দুটি ইঞ্জিন আজ সকালে পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনে। চারদিকে পোড়া আধপোড়া অবস্থায় ছড়িয়ে রয়েছে দরকারি জিনিসপত্র। সে গুলোকেই আকড়ে ধরে রাখার চেষ্টা করছেন সবহারারা। চোখেমুখে তাঁদের চরম আতঙ্কের ছাপ। এখনও কাটেনি পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিভীষিকা। রাতেই দুর্ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তবে কবে পুনর্বাসনের ব্যবস্থা হবে, তা নিয়ে চিন্তায় অসহায় মুখগুলো।
উল্লেখ্য সল্টলেকের ফাল্গুনী মার্কেটের পিছনের বস্তিতে হঠাৎই আগুন লেগে যায় রবিবার রাতে । এমনিতেই ঘিঞ্জি এলাকা, তারপর ওই এলাকায় মজুত ছিল প্রচুর গ্যাস সিলিন্ডার। দমকল বাহিনীর অনুমান, আগুন লেগেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই। তবে এর পিছনে থাকতে পারে অন্য কোনও কারণও। সেখানে ৮০ টি পরিবারের বাস। এই আগুনের নেপথ্যে কোনও অভিসন্ধি রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হবে । আপাতত নমুনা সংগ্রহ করা হয়েছে । সেই রিপোর্টের ওপরেই নির্ভর করবে অনেক কিছু।