কোনও যোগ নেই ২০১৬-র তদন্তের সঙ্গে ২০২১-এ সংসদে মন্ত্রীর বক্তব্যের, সেবি এমনটাই জানাল আদানি মামলায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে সেবি(SEBI) সাফাই আদানি-হিন্ডেনবার্গ মামলায় । বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া যা সংক্ষেপে সেবি নামে পরিচিত, তার তরফে ২০২১ সালে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের সাফাই দেওয়া হল সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে। হলফনামায় সেবির তরফে এও জানানো হয়, ২০১৬ সালে সেবি আদানি গোষ্ঠী সহ ৫১টি ভারতীয় সংস্থার বিরুদ্ধে যে তদন্ত করেছিল, তার সঙ্গে ২০২১ সালে সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী যে মন্তব্য করেছিলেন, তার কোনও যোগাযোগ নেই।

বুধবার শীর্ষ আদালতে সেবির তরফে এও জানানো হয়, সংসদে কেন্দ্রীয় মন্ত্রী মিনিমাম পাবলিক শেয়ারহোল্ডিং-র নিয়ম অনুসরণ না করা এবং ক্রমাগত নিয়ম উলঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য রেখেছিলেন। ওই তদন্ত ২০১৬ সালে নয়, ২০২০ সালের অক্টোবর মাসে শুরু হয়েছিল।
হলফনামায় সেবির তরফে আরও জানানো হয়েছে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ২০১৬ সাল থেকে তদন্ত করার যে দাবি করা হয়েছিল মামলাকারীদের তরফে, সেই দাবি ভুল ছিল ।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, এই দাবি সামনে আসার পর থেকেই আলোড়ন পড়ে যায়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতৃত্ব ২০২১ সালে সংসদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর বিবৃতি তুলে ধরে দাবি করেন যে ২০১৬ সাল থেকেই সেবি তদন্ত করছিল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে।

এদিকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রেক্ষিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে তদন্ত শুরু করা হয়েছিল, সেই তদন্ত জারি রাখার জন্য় সেবি ৬ মাস সময় চায়। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে ৩ মাস সময় দেওয়া হয়। তদন্তের জন্য সেবির অতিরিক্ত সময় চাওয়ার প্রেক্ষিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি নরসিমহার বেঞ্চের তরফে বলা হয়, “তদন্তের জন্য সেবি অনন্তকাল সময় নিতে পারে না। অগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই মামলাটি নথিভুক্ত করা হবে। সেবিকে তদন্তের রিপোর্ট প্রকাশ করতে হবে তার মধ্যেই ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *