কোনো স্লোগান নয় ক্যাম্পাসের মধ্যে, কড়া বার্তা উপাচার্যের, অধ্যাপকরা রাস্তায় নামলেন আন্দোলনে সামিল হয়ে
বেস্ট কলকাতা নিউজ : উপাচার্য বনাম অধ্যাপক সংঘাত আরও চরমে উঠেছে আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে। কার্যত এক অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষাঙ্গনে। বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে রাস্তায় নেমে আন্দোলনের পথ বেছে নিয়েছেন সেখানকার অধ্যাপকরা। সোমবার আসানসোলের চেলিডাঙা থেকে বিএনআর মোড় পর্যন্ত মিছিল করেন অধ্যাপকরা। বিএনআর মোড়ে ধর্নায় বসে পড়েন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত রেজিস্ট্রারকে কাজে পুনর্বহালের দাবিতে আন্দোলনে সামিল হন তাঁরা। একইসঙ্গে সুর চড়াচ্ছেন উপাচার্যের বিরুদ্ধেও। উল্লেখ্য, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বরখাস্ত করার পর থেকেই আন্দোলনের ঝাঁঝ আরও বেড়েছে। ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছেন উপাচার্য সাধন চক্রবর্তীও।
সম্প্রতি কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি বিবৃতিও জারি করেছেন। কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কোনও স্লোগানিং ক্যাম্পাসের ভিতরে বরদাস্ত করা হবে না। ক্যাম্পাসের মধ্যে এই ধরনের স্লোগানিং-এর ফলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করছেন উপাচার্য। সাধন চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্যাম্পাসের মধ্যে স্লোগান শাউটিং বন্ধ করতে হবে। নাহলে কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একদিকে অধ্যাপকরা আন্দোলেন সামিল, অন্যদিকে উপাচার্যেরও কঠোর মনোভাব। সব মিলিয়ে দুই পক্ষের কেউই হাল ছাড়ছে না।