‘কিশোর গ্যাং’য়ের উপদ্রব ফের বাড়তে পারে ট্রেন চলার সুযোগ নিয়ে, এমনি আশংকা গোয়েন্দাদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতায় ‘কিশোর গ্যাং’য়ের দৌরাত্ম্য ফের বাড়তে পারে রেল চলাচল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। এবার সেই চিন্তাই গোয়েন্দাদের ঘুম কেড়েছে নতুন করে। পুলিশ এও জানিয়েছে, কিশোর গ্যাংয়ের যাতায়াত কলকাতায় অনেকটাই কমেছিল লকডাউনের সময় থেকে ট্রেন বন্ধ হওয়ার ফলে। তাই অনেকটাই কমেছিল জানালার ভিতর দিয়ে হাত বাড়িয়ে ল্যাপটপ, মোবাইল বা মানিব্যাগ চুরি। কিন্তু গোয়েন্দাদের ধারণা ফের ট্রেন চালু হওয়ার পর এদের দৌরাত্ম্য আবার বাড়তে পারে বলেই।

যাদের কথা বলা হচ্ছে, তাদের কারও বয়স ৮, কারও ১০ বা ১২, আবার কারও ১৬ বছর। এরা প্রত্যেকেই ওস্তাদ পাইপ বেয়ে ওঠানামা করতে। এদের একমাত্র মূল লক্ষ্য দক্ষিণের নিউ গড়িয়া থেকে শুরু করে বালিগঞ্জ বা পার্ক সার্কাস পর্যন্ত যত স্টেশন আছে, তার আশপাশের অঞ্চল বা আরও একটু দূরে বাড়িগুলিই। তাদের বেশি পছন্দ পেয়িং গেস্টের যুবক-যুবতীরা, যাঁরা রাত পর্যন্ত মোবাইল বা ল্যাপটপে কাজ করে একটু বেশি রাতে ঘুমাতে যান। দোতলা, তিনতলা বা আরও উঁচু তলায় থাকার কারণে তাঁরা দরজা-জানালা বন্ধ করেন না অনেক সময়। কিশোর গ্যাংয়ের সদস্যরা সেই সুযোগই কাজে লাগায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *