ক্রমশ বেড়েই চলেছে টোটোর দৌরাত্ম্যে, চরম নাজেহাল এলাকাবাসীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দক্ষিন দিনাজপুরঃ দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা এলাকায় দিনকে দিন অনিয়ন্ত্রিত ভাবে বেড়েই চলেছে টোটোর সংখ্যা, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে টোটোর দৌরাত্ম্য ৷ এই পৌরসভার দেড় বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত এই অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে থাকা টোটোর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। কিন্তু এখনও পর্যন্ত টোটো নিয়ে কেউ কোনও চিন্তা ভাবনা করেনি ৷ আর টোটোর দৌরাত্ম্যের জেড়ে অতিষ্ঠ হয়ে এই অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা সহ বিশিষ্টরাও ৷ গঙ্গারামপুর পৌরসভার ৫১২ নং জাতীয় সড়কে প্রতিদিন প্রচুর টোটো চলার জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হয় ৷ এরফলে সমস্যায় পড়েন পথচলতি মানুষ থেকে শুরু করে বাসিন্দারা ৷এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি।

পৌরসভার ৩ নং নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিক্ষক সমীর সরকার বলেন, টোটো চালু হওয়ার পর গগঙ্গারামপুর জুড়ে রিকশার বদলে টোটো আসার ফলে অনেক সুবিধার পাশাপাশি অসুবিধাও হয়েছে , অসুবিধাটাই সবথেকে বেশি হয়েছে, কারণ প্রতিদিনই অসংখ্য টোটো চলার জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হয় ৷ প্রশাসন থেকে আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি, অবিলম্বে অনিয়ন্ত্রিত টোটো গুলির দৌরাত্ম্য রুখতে পৌরসভার উচিৎ পদক্ষেপ গ্রহন করার , তিনি আরো বলেন, পৌরসভার উচিৎ প্রতিটি টোটোকেই নম্বর দিয়ে দেওয়া হোক , তাতে করে টোটো চালকরা যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করলে অভিযোগ জানানোর জন্য লাইসেন্স নম্বর দেখে অভিযোগ করা সম্ভব হবে৷ কিন্তু পৌরসভা থেকে যদি এই লাইসেন্সের কোনও ব্যবস্থা না করে তাহলে রাস্তায় কোনও বিপদ হলে আমরা কাকে অভিযোগ জানাব? অতিসত্বর পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহন করা হোক। অন্যদিকে, টোটোর দৌরাত্ম্যে নাজেহাল এলাকাবাসীরা সমস্যা সমাধানের অপেক্ষায় দিন গুনছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *