ক্রমাগত ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, করোনা রুখতে কমিউনিটি কোয়ারেন্টাইন হোম ডুয়ার্সের চা বাগানে
বেস্ট কলকাতা নিউজ : করোনা মোকাবিলায় পরিযায়ী শ্রমিকদের জন্য ডুয়ার্সের চা বাগানে চালু হচ্ছে কমিউনিটি কোয়ারেন্টাইন হোম। শ্রমিক স্পেশাল ট্রেন চালু হতেই হাজার হাজার পরিযায়ী শ্রমিক ফিরছেন জেলায় । এঁদের মধ্যে অনেকে রয়েছেন আবার চা বাগানের বাসিন্দা। বাগানে কাজ না থাকায় কাজের খোঁজে তারা চলে গিয়েছিলেন একাধিক ভিনরাজ্যে। লকডাউন শুরু হওয়ার পর কাজ বন্ধ হয়ে যাওয়ায় ফের ঘরে ফিরছেন তাঁরা। আর সমস্যা তৈরি হয়েছে তার জেরেই। এরা থাকবে কোথায়? সমস্যা কাটাতে নতুন উদ্যোগ এই কমিউনিটি কোয়ারেন্টাইন সেন্টার। চা বাগানে থাকা হাসপাতাল, স্কুল বা অঙ্গনওয়ারি সেন্টারগুলিকে ভালভাবে স্যানিটাইজ করে সেখানেই বেড বসিয়ে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে তৈরি করা হচ্ছে । সেখানেই রাখা হবে ভিনরাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের।
চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা ও পরিযায়ী শ্রমিকদের বিষয়টিকে সামনে রেখে একটি বৈঠক হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। এই বৈঠকে চা বাগানের শ্রমিক সংগঠনগুলির পাশাপাশি চা মালিকদের সংগঠন ও স্বাস্থ্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় সমস্ত চা বাগানের গুরুত্বপূর্ণ জায়গাগুলি জীবাণুমুক্ত করা হবে। এরপর স্কুল ও অঙ্গনওয়ারি সেন্টারগুলিতে কোয়ারেন্টাইন সেন্টার করা হবে। পরিযায়ী শ্রমিক ও চা শ্রমিকরা থাকবেন সেই সেন্টারে।