অবশেষে স্বাভাবিক হতে চলেছে হাইকোর্টের কাজকর্ম, প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন রেজিস্ট্রার জেনারেল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : খুব শীঘ্রই শুরু করা হবে আদালতের কাজকর্ম। কর্মচারীদেরকে প্রস্তুত থাকার বার্তা দিলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্রোপাধ্যায়।

গত মার্চ মাসে হাইকোর্টের তরফে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল COVID-19 এর জন্য বাতিল করা হয়েছে আদালতের স্বাভাবিক কাজকর্ম। স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকলেও, শুধুমাত্র জরুরি মামলার শুনানি চলছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কিন্তু আমফান সাইক্লোন ছেদ টানে ভিডিও কনফারেন্সেরের মাধ্যমে মামলার শুনানিতেও ৷ কারণ ঝড়ের পর নেটওয়ার্ক সমস্যার ফলে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে ৮ জুন পর্যন্ত। এবার সেই পরিস্থিতিকেই দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলেই জানিয়েছেন রেজিস্ট্রার জেনারেল । রেজিস্ট্রার জেনারেলের দেওয়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আদালতে সমস্ত কর্মচারী যেন প্রস্তুত থাকেন, তাদের ডাক পড়তে পারে যে কোনও সময় । পাশাপাশি এও জানান হয় এই জরুরি পরিস্থিতিতে যে পদে নিযুক্ত ছিলেন তাদেরকে কাজ করতে হতে পারে তার বাইরেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *