ক্রীসমাসের আনন্দে মেতে উঠেছে শিলিগুড়ি, গির্জায় বেজে উঠেছে ঘন্টা, মানুষের আরাধনায় মেতে উঠেছে গোটা শহর
শিলিগুড়ি : আজকের দিনে শিলিগুড়ির মানুষের একটাই প্রার্থনা থাকে প্রভু যীশু যেন সবাইকে সুস্থ এবং স্বাভাবিক রাখেন। তাই আজকে সকাল থেকেই শিলিগুড়ির মানুষ মেতে উঠেছে বড়দিন নিয়ে। মুখ্য রাস্তায় সান্তার ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রেলিং। চারিদিকে আলোয় আলোয় মেতে উঠেছে শহর। রাস্তায় মানুষ ঘুরতে বেড়িয়ে পড়েছেন কোন বাধা ছাড়াই। আজকের এই বিশেষ দিনে প্রভু যীশুর আগমনের দিনে মানুষ একটাই প্রার্থনা করেন সবাই যেন আমরা ভালোভাবে চলতে পারি এবং কাটাতে পারি। শিলিগুড়িতে আজ সকাল থেকেই যতগুলি চার্চ আছে সবকটি চার্চে ছিল প্রার্থনার হুড়োহুড়ি। সবাই যীশুর কাছে প্রার্থনা করে ছিলেন আমাদের শান্তি দাও, আমরা যেন আমাদের জীবনের পথে এগিয়ে চলতে পারি। শিলিগুড়ির সব এলাকায় আজ সকাল থেকেই ছিল একেবারে উপচে পড়া ভীড়। মানুষের ভীড়ে রাস্তায় চলতে পারছিলেন না সাধারন মানুষ। তাই আজকে ২৫ শে ডিসেম্বর মানুষ একটু অন্যভাবে সময় কাটাতে চেয়েছিল। আর তাইতো শিলিগুড়ির মানুষ যেন আজকের দিনটিতে একটু অন্য কিছু ভাবছিলেন।আর সেটাই করছেন মানুষ। মাদার মেরী এবং প্রভু যীশুর কাছে প্রার্থনা করেন তারা ।