শিলিগুড়িতে ঘর ভাঙার কারনে চরম সমস্যায় পেয়িং গেষ্টরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে পুরসভার নির্দেশ। ঘর ভাঙা হয়েছে শিলিগুড়ির প্রধান নগরে। যার বেশীরভাগ ঘরেই থাকতেন পেয়িং গেষ্টরা। যারা কেউ কেউ কলকাতা, কেউ সিকিম অথবা কেউ দার্জিলিং এ। তারা অনেকেই ঘর নিয়েছিলেন টাকা আগে দিয়ে। অনেকেই জানিয়েছেন হোটল এবং লজের মালিক আগের থেকে তাদের কিছুই জানান নি, যে কারনে তারা বিপাকে পড়ে গেছেন। এখন হোটেল মালিকেরা টাকাও ফেরত দিচ্ছেন না আবার থাকবার জায়গাও করে দিতে পারছেন না। তাই যারা এসেছেন তারাও একেবারেই অসহায় হয়ে এদিক ওদিক ঘুরে বেড়িয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ না বলেই তাদের সরিয়ে দেওয়া হল। এইভাবে হলে তারা আর শিলিগুড়িতে আসবেন না। অন্যদিকে পুরসভার বক্তব্য এটা সত্যি সত্যি একেবারেই খারাপ দিক যারা এসে শিলিগুড়িতে থাকছেন শিলিগুড়ির অতিথি হয়ে তারা এখন ঘরছাড়া। তবে পুরসভা আইনের পথেই চলবে। তাই কোন উপায় নেই। হোটেল কিংবা লজের মালিকেরা দিনের পর দিন অবৈধভাবে থাকছেন। কোন কাগজপত্র ছাড়াই। বার বার বলা হয়েছে পুরসভা র কাছ থেকে কিন্তুু তাদের কথা কানেই তোলে নি কেউ। তার জন্য এই অবস্থা আমাদের করতে হল। তবে বিকল্প ব্যাবস্থা যদি করতে পারা যায় পুরবোর্ড অবশ্যই দেখবে। যাতে যারা আসছেন তাদের কোন অসুবিধার মধ্যে পড়তে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *