কয়েক লক্ষ টাকার বাতিল নোট উদ্ধার হলো হাওড়ার বাগনানে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাগনান থানার বেড়াবেড়িয়া এলাকায় অর্ধ দগ্ধ অবস্থায় উদ্ধার হল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল। কিভাবে প্রায় কয়েক লক্ষ টাকার বাতিল হওয়া নোট এলাকায় পড়ে রইলো ? পুলিশ সেই ঘটনার তদন্তও শুরু করেছে ।স্থানীয় সূত্রে জানা গেছে, বাগনান বিধানসভার বেড়াবেড়িয়া গ্রামে এলাকাবাসী ওই নোটের বান্ডিল পড়ে থাকতে দেখে ।সঙ্গে সঙ্গে বাগনান থানায় খবর পাঠানো হয়। অর্ধেক পুড়ে গিয়েছে বেশ কয়েকটি টাকার বান্ডিলও। নোট পড়ে থাকার খবর পেয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়।

নোট উদ্ধারেএ ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোরও । বিজেপির অভিযোগ, নোটের বান্ডিল গুলো অর্ধেক পুড়ে যাওয়া অবস্থায় পড়ে ছিল বাগনান বিধানসভার অন্তর্গত ৮১ নম্বর বুথ সভাপতি নয়ন হালদারের বাড়ির কিছুটা দূরে । স্থানীয় তৃণমূল নেতৃত্বর বক্তব্ব্য, নোট বাতিল যে প্রহসন ছিল তা আরও একবার প্রমাণিত হল । কেউ কেউ এলাকার পরিবেশ নষ্ট করবার চেষ্টা শুরু করেছে।বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *