খাদ্য ভবনে ভয়াবহ গুলি চলল খোদ বড়দিনের রাতেই , মৃত্যু হল এক পুলিশকর্মীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বড়দিনের রাতে খাদ্য ভবনে চলল গুলি। খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্স ব্যারাকে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। এদিন রাতে ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই তিনি জখম হয়েছেন। গুলি লেগেছে ওই পুলিশকর্মীর বুকে। ৫৩ বছর বয়সি ওই কনস্টেবলের নাম তপন দাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর রাতে সেখানেই মৃত্যু হয় পুলিশকর্মীর। গোটা শহর যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা, তখন আচমকা এই ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে এদিন রাত আটটা নাগাদ। কীভাবে গুলি চলল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে সূত্র মারফত জানা গেছে, কলকাতা পুলিশের ওই কনস্টেবলের বাড়ি হরিণঘাটায়। তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এদিক সোমবার রাতের ওই ঘটনার পর রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। প্রায় মিনিট দশেক তিনি সেখানে ছিলেন বলে খবর। তবে কি কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছেন লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা।

আরো জানা গেছে , ওই পুলিশকর্মীর এদিন নাইট ডিউটি ছিল। ঘটনার সময় নিউ মার্কেট থানা এলাকায় খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্সের ব্যারাকে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ডিউটিতে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে যায়। নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই গুরুতর আহত হন ওই কনস্টেবল। পরবর্তীতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *