খাস শহর কলকাতায় উদ্ধার হল দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার হল ১ জন
বেস্ট কলকাতা নিউজ : কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরপরই খাস কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে জোড়াসাঁকো থানার অন্তর্গত রামপ্রসাদ সাহা লেন এলাকা থেকে বিনোদ রাও নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতের থেকে একটি দেশি একনলা আগ্নেয়াস্ত্র ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশি জেরায় জানা গিয়েছে, ধৃত ব্যক্তি দুষ্কৃতিদের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছিল ওই আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করার প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে পুলিশের তরফে। ইতিমধ্যেই, জোড়াসাঁকো থানায় ভারতীয় অস্ত্র আইন ২৫(১)(এ)/২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত একজন কুখ্যাত অপরাধী এবং পার্ক স্ট্রিট থানা এলাকার দুর্বৃত্ত হিসেবে পরিচিত। জানা গিয়েছে, বিনোদ নামে ওই অভিযুক্ত সম্প্রতি পার্ক স্ট্রিট এলাকায় একটি ডাকাতির মামলায় জড়িত ছিল। কলকাতা পুলিশের একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, কয়েক বছর আগে নিউটাউন থানা এলাকায় একটি অপহরণের মামলার সঙ্গেও জড়িত ছিল অভিযুক্ত ব্যক্তি।