খোয়া যাওয়া নগদ অর্থ ও অলঙ্কার কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হল রায়গঞ্জ থানার IC-সৌরভ সেনের নেতৃত্বে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের রায়গঞ্জ থানার পুলিশ পেল বড় সাফল্য। রায়গঞ্জ থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতারও করল লিখিত অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া ৩,৫২,৪০০ টাকা নগদ অর্থ ও ৫৫ গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করার পাশাপাশি।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম রাজেশ সরকার। রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন বিশেষ দল পাঠিয়ে চুরি যাওয়া নগদ অর্থ ও সোনার গহনা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করে গোপন সূত্রের ভিত্তিতে। খোয়া যাওয়া নগদ অর্থ ও অলঙ্কার ফিরে পেয়ে ওই দম্পতি বিশেষ ধন্যবাদ জানায় রায়গঞ্জ থানার আইসি পুলিশ কর্মীদের।

এই ঘটনায় পরিবারের তরফে গনেশ দাস জানায়, মেয়ের বিয়ের জন্য লকারে রেখেছিল নগদ অর্থ ও গহনা। রাতে কাজ সেরে বাড়ি ফিরে দেখেন তার দরজা ও লকার ভাঙা। এরপরেই আর দেরি না করে তিনি অভিযোগ জানান রায়গঞ্জ থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *