গর্বিত বাঙালি! ফের শীর্ষেন্দু মুখোপাধ্যায় পেলেন সাহিত্য অকাদেমির ‘ফেলো’ সম্মান
বেস্ট কলকাতা নিউজ : ‘বিদ্যাসাগর পুরস্কার’ , ‘আনন্দ পুরস্কার’ ছাড়াও বহু সাহিত্য পুরস্কার রয়েছে বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের (Shirshendu Mukherjee) ঝুলিতে। এবার সেই তালিকায় নতুন সংযোজন সাহিত্য অকাদেমির ‘ ফেলো ‘ সম্মান। বাংলা সাহিত্য থেকে সংস্কৃতি মহল রীতিমতো খুশির জোয়ারে ভাসছে এই সংবাদে। এই সম্মান একমাত্র অর্পণ করা হয় সাহিত্যের অমরস্রষ্টাদের উদ্দ্যেশেই। বিশেষ সম্মানের এই তালিকায় রয়েছেন ইংরেজি ভাষার সাহিত্যিক রাস্কিন বন্ড , মারাঠি কবি ও প্রাবন্ধিক বালচন্দ্র নেমাডেও , সংস্কৃত ভাষায় শ্রী স্বামী রামভদ্রচার্য, হিন্দি ভাষার সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা প্রমূখ বিশিষ্ট ব্যক্তিগণ।
১৯৬৭ সালে মূলত ‘ ঘুণপোকা ‘ উপন্যাসের মধ্য দিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় জায়গা করে নিয়েছিলেন বাঙালি পাঠকদের মনে।আজও সমান তালে পাঠকসমাজে দাগ কেটে চলেছে ৮৫ বছরের সাহিত্যিকের কলমের অনন্য আঁচড়ও। বাচ্চাদের খুবই প্রিয় তাঁর রচিত বেশিরভাগ শিশু সাহিত্যই। তার সাথেই রয়েছে বিখ্যাত ‘ পাতালঘর’, ‘ মনোজদের অদ্ভুত বাড়ি ‘, ‘ গোঁসাইবাগানের ভূত’ , ‘পটাশগড়ের জঙ্গলে ‘ প্রভৃতি চমকপ্রদ কাহিনি। কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়শিক্ষকতা দিয়েই শুরু করেছিলেন তাঁর প্রথম কর্মজীবন। তারপর ধীরে ধীরে প্রবেশ করেন লেখার জগতে। তখন তিনি যুক্ত ছিলেন আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতায়। তারপর থেকে তিনি একে একে সৃষ্টি করে চলেছেন অনন্য সাহিত্য। লিখেছেন এমনকি বহু উপন্যাস এবং অসংখ্য ছোট গল্পও।