গিফ্ট ভাউচার জেতার টোপ অনলাইন কেনাকাটায় , অবশেষে প্রতারণার পর্দাফাঁস পুলিশের
বেস্ট কলকাতা নিউজ : বর্তমানে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নেবার ব্যবসা। আর শহর কলকাতার বুকে রমরমিয়ে চলছে এই ব্যবসা। একাধিকবার বহু চক্রকে গ্রেফতার করা হয়েছে আর্থিক প্রতারণার অভিযোগে। কিন্তু তারপরেও এই প্রতারণা ব্যবসায় কোনোরকমে লাগাম দেওয়া যাচ্ছে না। ভিন রাজ্যবাসীদের অনলাইন কেনাকাটায় ক্যাশব্যাক এবং গিফ্ট ভাউচার দেওয়ার টোপ দিয়ে ধৃত এই চক্রের বিরুদ্ধে উঠল একাধিকবার প্রতারণা করার অভিযোগ । যাদবপুর থেকে এক মহিলা সহ পুলিশ গ্রেফতার করল ৮ জনকে ।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অনলাইন কেনাকাটায় গিফ্ট ভাউচার কিংবা ক্যাশব্যাক জেতার টোপ দিত ভিন রাজ্যবাসীদেরকে। তারা এই লোক ঠকানোর কাজ চালিয়ে যাচ্ছিল যাদবপুরের বাঘা যতীনে একটি অফিস খুলে। প্রতারকরা তাদের শিকারকে রাজি করাতেন কোন অনলাইন সাইটের মাধ্যমে কেনাকাটা করার জন্য। কখনও তাদের বলা হতো ডিসকাউন্ট দেওয়া হবে, আবার কখনও এমনটাও বলা হত প্রায় পঞ্চাশ হাজার টাকা গিফট ভাউচার পাওয়া যাবে। এইভাবে যখন সেই সকল ব্যক্তিরা তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে জিনিসটি ক্রয় করার সিদ্ধান্ত নিতেন তখনই এই প্রতারণা চক্র তাদের টাকা হাতিয়ে নিত।