গুটখা বিক্রি চলবেই, বন্ধ হবে না অর্ডার জারি করলেই , এমনকি বলছেন শহরের বিক্রেতারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আগেও রাজ্য সরকার গুটখা ও পানমশলা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল । কিন্তু কিছুই হয়নি কাজের কাজ। বিভিন্ন কোম্পানির গুটখা দেদার বিকোচ্ছে শহরজুড়েই । এবারও তাই হবে বলে মত বিক্রেতাদের। ধর্মতলার এক বিক্রেতা বললেন, ‘কিচ্ছু হবে না। আমরা প্রতিবছরই এই নাটক দেখে অভ্যস্ত। বন্ধ হবে না গুটখা বিক্রি।’ স্বাস্থ্য দফতরের কমিশনার অফ ফুড সেফটি আগামী ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পান মশলার উত্‍পাদন, মজুত, বিক্রি বা বণ্টন নিষিদ্ধ করেছে। এক বছর আগে গুটখা ও তামাকজাত পান মশলা নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার নতুন নির্দেশিকা জারি করা হয় সেই মেয়াদ শেষের আগেই।

নির্দেশিকায় এও বলা হয়েছে, গুটখা ও বিভিন্ন রকম পান মশলা যার মধ্যে নিকোটিন বা তামাকজাত উপাদান রয়েছে এবং যেগুলি মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর, রাজ্যে আগামী এক বছর নিষিদ্ধ সেগুলির বিক্রি। গুটখা ও পান মশলা উত্‍পাদন, মজুত, বণ্টন ও বিক্রি করা যাবে না এই সময়ের মধ্যে। ২০১৩ সালের ২৩ এপ্রিল রাজ্যে নিষিদ্ধ হয় গুটখা ও পান মশলা। এরপর থেকে নিষেধাজ্ঞার মেয়াদও বাড়তে থাকে। কিন্তু নিষেধাজ্ঞাই সার। মানছে কে? দোকানিদের বক্তব্য, ‘আমাদের কেউ বন্ধ করতে বলেনি। বিক্রি করছি চাহিদা আছে বলেই তো।’ টিপু সুলতান মসজিদের উল্টোদিকের ফুটপাথের পান-গুটখা বিক্রেতা স্বরূপ দত্তর কথায়, ‘কারখানা বন্ধ করে দিক সরকার। তাহলে মালই ঢুকবে না। তা নাহলে তো বিক্রি বন্ধ সম্ভব নয়। আমাদেরও তো রুজি রোজগারের ব্যাপার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *