গুরুনানকের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি মেয়র গৌতম দেবের
শিলিগুড়ি : শিখ ধর্মের প্রবক্তা এবং প্রথম গুরু, গুরু নানকের জন্মজয়ন্তী উদযাপন করা হলো। এদিন তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র গৌতম দেব। তিনি গুরুদোয়রাতে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গুরু নানকের প্রতি। এদিন মেয়র সাংবাদিক দের জানান গুরু নানকজী সমতা, ভ্রাতৃত্ব ও সদাচরণের ওপর নির্ভর করে একটি অনন্য ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা প্রচলন করতে সফল হয়ে ছিলেন। তার কথা এবং তার বানী ভারতবর্ষের কাছে অন্যতম প্রয়োজনীয় সম্পদ। তিনি শুধুমাত্র ধর্মকে ধর্ম হিসেবেই দেখেন নি,তিনি চেয়েছিলেন মানুষ যেন তার সহজ সরল জীবনের মধ্যে দিয়ে ধর্মের কাছে চলে আসতে পারে। কারন ধর্ম শুধুমাত্র মানুষকে একটা দিকই দেখায় না ধর্ম মানুষকে তার আবদ্বতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা। উপস্থিত ছিলেন এম এম আই সি মানিক দে, তিনিও গুরু নানকের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।