গোয়া, ত্রিপুরা, অসম ৭ টাকা ভ্যাট ছাড়ল অবশেষে কেন্দ্রের শুল্ক ছাড়ের পর , আরও চাপ বাড়ল বিরোধী-রাজ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মোদী সরকার দেশবাসীকে দীপাবলির উপহার দিয়েছে পেট্রোল ও ডিজেলে শুল্ক কমিয়ে। অবশেষে সেই একই পথে হাঁটল এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলিও। অসম, গোয়া, কর্নাটকের রাজ্য সরকার পেট্রোপণ্যের উপরে ৭ টাকা ভ্যাট কমানোর ঘোষণা করল কেন্দ্রের আর্জিতে সাড়া দিয়ে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন, অসম সরকার পেট্রোল ও ডিজেলে ৭ টাকা ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের সঙ্গে সাযুজ্য রেখেই । এদিকে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত-ও লিটারে ৭ টাকা ভ্যাট কমানোর ঘোষণা করেছেন। একই ঘোষণা কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়েরও। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছে, ত্রিপুরা সরকারও ৭টাকা ভ্যাট কমাল কেন্দ্রীয় সরকার শুল্ক কমানোর পর।

এ দিন কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রোলে ৫টাকা ও ডিজেলে ১০ টাকা শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে। সেই সঙ্গে ভ্যাট কমানোর অনুরোধ করেছে রাজ্যগুলিকেও। বিজেপিশাসিত রাজ্যগুলিও তৎপর হল সেই একই পথে হেঁটেই। অনেকেই মনে করছেন এটা রাজনৈতিক চাল বলেই। এই কৌশলে তারা চাপে ফেলল অবিজেপি রাজ্যগুলিকে। কারণ তারাই বিজেপিকে ক্রমাগত নিশানা করছিল পেট্রোল-ডিজেলের দাম নিয়ে। এবার ভ্যাট না কমালে পাল্টা বিরোধীদের আক্রমণের মোক্ষম হাতিয়ার গেরুয়া শিবির হাতে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *