ঘণ্টায় ৩৭৩ মাইল বেগে ছুটবে চিনের তৈরী অত্যাধুনিক প্রযুক্তির এই ট্রেন
বেস্ট কলকাতা নিউজ : প্রযুক্তি ক্ষেত্রে ক্রমশ উন্নতি সাধন করেছে চীন । এবার ঘন্টায় ৩৭৩ মাইল বেগে ট্রেন চালিয়ে কমিউনিস্ট চিন কার্যত নয়া ইতিহাস তৈরি করতে চলেছে। দ্রুত গতি সম্পন্ন নতুন ম্যাগলেভ ট্রেনের প্রোটোটাইপ প্রকাশ্যে আনল চিনের অন্যতম শীর্ষ ট্রেন নির্মাতা সংস্থা। অত্যাধুনিক এবং সবথেকে দ্রুতগতির এই ট্রেনটি নির্মাণ করেছে চিনের সরকারের মালিকানাধীন চায়না রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন (সিপিআরসি)। ২০২১ সালে পুরোদমে এই ট্রেনের উৎপাদন শুরুর কথা রয়েছে । আর তা পুরোদমে চালাতে এখন থেকেই এর পরীক্ষা শুরু করা হচ্ছে বলে জানানো হয়েছে।
৩৭৩ মাইল বেগের এই ট্রেনটিতে চললে মাত্র সাড়ে তিন ঘন্টার মধ্যেই বেজিং থেকে শাংহাই পৌঁছনো যাবে । যেখানে প্লেনে যেতে সময় লেগে যায় প্রায় সাড়ে চার ঘন্টা। ম্যাগলেভ নকশার কারণেই ট্রেনে এত গতি তোলা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কিন্তু কীভাবে এত দ্রুত গতিতে ছুটবে এই ট্রেন? তথ্য বলছে চাকা দিয়ে রেললাইন বরারবর চলার পরিবর্তে চুম্বকের সাহায্যে লাইনের ওপর ভেসে বেড়ায় ম্যাগলেভ ট্রেন।ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ম্যাগলেভ ট্রেন রয়েছে এক মাত্র কমিউনিস্ট চিনেই । এই ট্রেন শাংহাই এয়ারপোর্ট এবং সিটি সেন্টারের মধ্যে ১৮৬ মাইল রাস্তা ২৬৭ মাইল বেগে পাড়ি দেয় ।প্রসঙ্গত , গত ২০১৫ সালেই নতুন এই ট্রেনের প্রোটোটাইপের ঘোষণা করেছিল চীন । তবে এটি এই গতিতে চলা প্রথম ট্রেন হবে না । ২০১৫ সালে ৩৭৫ মাইল বেগে ম্যাগলেভ ট্রেন চালিয়ে রেকর্ড তৈরী করেছিল জাপান।