সিবিআই দফতরে এসে উপস্থিত হলেন অর্ণব ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বুধবার সাত সকালেই অর্ণব ঘোষ সিবিআই দফতরে এসে উপস্থিত হলেন ৷ বিধাননগর কমিশনারেটের তৎকালীন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে সিবিআই মঙ্গলবারই নোটিশ দিয়ে তলব করে ৷সারদাকাণ্ডের তদন্তের সময় সক্রিয় ছিলেন অর্ণব ঘোষ৷ সারদাকাণ্ডে সিট-এর অন্যতম সদস্য হিসাবে তিনি তদন্তের পরিচালনা করেছিলেন ৷ তার থেকেই এই তদন্ত সংক্রান্ত বিষয় জানার জন্যই তার বয়ান রেকর্ড করা হবে বলে সিবিআই আধিকারিকরা জানিয়েছে পাশাপাশি এই তদন্তে রাজীব কুমারের কী ভূমিকা ছিল তাও জানতে চাওয়া হবে বলে জানা গিয়েছে৷

বিভিন্ন তথ্য প্রমাণ সামনে রেখে, লাল ডায়েরি থেকে শুরু করে সারদাকাণ্ডে তদন্ত পরিচালনায় তাঁর কী ভূমিকা ছিল, তাঁকে তদন্তের নির্দেশ কে দিতেন, অর্ণব ঘোষের সামনে এই সব যাবতীয় প্রশ্নই রাখা হয় বলে সি বি এই সূত্রে জানানো হয়েছে ৷গতকালই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) সারদায় একাধিক তদন্তকারী আধিকারিককে তলব করে বুধবারই তাঁদেরকে সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এদের মধ্যে আইপিএস অফিসার অর্নব ঘোষের নামও রয়েছে বলে জানা যায়৷ অর্ণব ঘোষ তৎকালীন সিটের প্রধান রাজীব কুমারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এছাড়াও তৎকালীন রাজ্য পুলিশের সারদার তদন্তকারী অফিসার দিলীপ হাজরাকেও ডাকা হয়েছে৷ এমনটাই খবর সিবিআই সূত্রের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *