চরম অমানবিক ঘটনা সরকারি হাসপাতালে, শিশুর বমি পরিষ্কার করলো বাবা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সরকারি হাসপাতালে শিশুর বমি পরিষ্কার করতে হল বাবাকেই! ভিডিয়ো ভাইরাল হতেই এবার পদক্ষেপ করল স্বাস্থ্যভবন। নদীয়া জেলার মুখ্য় স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব। শুধু তাই নয়, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হল শোকজও করা হবে অভিযুক্ত চিকিত্‍সককে। সূত্রের খবর তেমনই।অভিযোগ, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে শিশুকন্যার বমি তার বাবাকে দিয়ে পরিষ্কার করিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্‍সক তন্ময় সরকার। বলেন, ‘এটা রোগীর পরিবারের কর্তব্য’। সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শিশুটির বাবা জানান, ‘১৩ তারিখ রাতে ১টা নাগাদ আমার মেয়ে হঠাত্‍ অসুস্থ হয়ে পড়ে। পেটে ব্যাথা, একটু জ্বর জ্বর ভাব, বমিও করে। হাসপাতালে নিয়ে যাই। ডাক্তারবাবু দেখতে আমার মেয়ে ওখানে বমি করে’। তাঁর অভিযোগ, ‘লোক পাঠাচ্ছে বাচ্চার বাবা কোথায়? বমিটা আমাদের পরিষ্কার করতে হবে। আমি গেলাম, বলল নীচে বমিটা পরিষ্কার করে দিন। বলছে, আমাদের সুইপার নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে। যেখানে খুশি আমার নামে অভিযোগ করতে পারেন। আমি সুপারের কাছে অভিযোগ করেছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *