চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে আগামী মাসেই, এবার জেনে নিন কোন দিনে হবে কোন দেবীর পুজো ?
বেস্ট কলকাতা নিউজ : নবরাত্রি উৎসব পালন করে থাকেনমূলত অবাঙালি হিন্দুরা । তাঁরা বছরের বিভিন্ন সময়ে দেবী দুর্গার নয় রূপের আরাধনা করেন । সর্বমোট বছরে চারবার পালিত হয় নবরাত্রি। দুটি গুপ্ত নবরাত্রি সহ চৈত্র ও শারদীয়া নবরাত্রি। চৈত্র মাসে পালিত নবরাত্রিকে চৈত্র নবরাত্রি বলা হয়। হিন্দু পঞ্জিকা মতে, এই চৈত্র নবরাত্রি উৎসব পালিত হয় চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে। পুজো করা হয় দেবী দুর্গার ৯ টি রূপকে। চলতি বছরে চৈত্র নবরাত্রি আগামী মাসের ২২ তারিখে। অর্থাৎ মার্চের ২২ তারিখে শুরু হবে নবরাত্রি এবং শেষ হবে ৩০ তারিখ। চলুন বিস্তারে জানা যাক চৈত্র নবরাত্রি সম্পর্কে।
কীভাবে স্থাপিত হয় চৈত্র নবরাত্রির কলস ?
কলস স্থাপন করার জন্য সর্বপ্রথম একদম সকালে ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দির পরিষ্কার করা হয় । তারপর সেখানে সাদা কিংবা লাল রঙের কোন কাপড় বিছিয়ে দেওয়া হয়। সে কাপড়ের উপরে দিতে হয় কিছু শস্য। তারপর কলসের মধ্যে জল ভরে তার ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে বেঁধে দিতে হবে সেটি। নবরাত্রির সময় মূলত দেবী দুর্গার বিভিন্ন রূপের আরাধনা করার জন্য সোনা, রূপা, তামা, পিতল কিংবা মাটির কলস স্থাপন করা হয়ে থাকে।
চৈত্র নবরাত্রির শুভ মুহূর্ত: ২০২৩ সালের ২২ মার্চ বুধবার চৈত্র নবরাত্রি শুরু হবে । ঘট স্থাপন করার শুভ মুহূর্ত হল সকাল ৬:২৩ থেকে ৭:৩২ মিনিট পর্যন্ত।
দেবীর কোন কোন রূপের পুজো হয় চৈত্র নবরাত্রিতে ?
২২ মার্চ নবরাত্রির প্রথম দিনে পুজো করা হয় দেবী শৈলপুত্রীর।
২৩ মার্চ নবরাত্রি দ্বিতীয় দিনে পুজো করা হবে দেবী ব্রহ্মচারিণীর।
২৪ মার্চ নবরাত্রির তৃতীয় দিনে পুজো করা হবে দেবী চন্দ্রঘটার।
২৫ মার্চ নবরাত্রির চতুর্থ দিনে পুজো করা হবে দেবী কুষ্মান্ডার।
২৬ মার্চ নবরাত্রির পঞ্চম দিনে পুজো করা হবে দেবীর স্কন্দমাতার ।
২৭ মার্চ নবরাত্রির ষষ্ঠ দিনে পুজো করা হবে দেবী কাত্যায়নীর ।
২৮ মার্চ নবরাত্রির সপ্তম দিনে পূজিতা হবেন দেবী কালরাত্রি।
২৯ মার্চ নবরাত্রির অষ্টম দিনে দেবী মহাগৌরীর পুজো করা হবে।
সর্বশেষ ৩০ মার্চ নবরাত্রির নবমতম দিনে আরাধনা করা হবে দেবী সিদ্ধিদাত্রীর।
ভক্তদের বিশ্বাস অনুযায়ী চৈত্র নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপনা করার পর নবরাত্রির ব্রত পাঠ করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও সংসারের সুখ-সমৃদ্ধি বজায় থাকে।