ছট পুজোর সুফল, দেখে নিন এক নজরে
বেস্ট কলকাতা নিউজ : আপনি সুফল পাবেন ছট পুজোর উপোষ করা ব্যক্তিকে পাঁচটি ফল দান করলে৷ বৃষ্টি না হলে মাঠ শুকিয়ে যায় প্রখর তাপে। ফলে ফসল উৎপাদন করা সম্ভবপর হয় না। তাই সূর্যদেবকে তুষ্ট করা হয় এই পুজো করে৷ ফলে ফসল ফলে জমিতে। এমনকি দুঃখ, অশান্তিও কমে যায় ছট পুজো করলে৷ সুখ ও অর্থ লাভও হয় এর পাশাপাশি৷এই পুজোর বিশেষত্ব হল এই ব্রত করতে পারে বাড়ির যে কোনও সদস্যই৷ বাড়ি সব সময় পরিষ্কার রাখতে হয় পুজোর সময়৷ ঠেকুয়া এই পুজোর বিশেষ প্রসাদ৷ স্ত্রী রা ছট পুজোর দিন গুলিতে গেরুয়া সিঁদুর পড়েন স্বামীর মঙ্গল কামনা করে৷
ছট পুজোর আরেক নাম রশ্মির পুজো৷ এই রশ্মি হল সূর্যের রশ্মি৷ অর্থাৎ এই পুজোর মধ্যে দিয়ে আরাধনা করা হয় সূর্যদেবকে৷ এই পুজো হয়ে থাকে চারদিন ধরে৷ এই পুজো অনুষ্ঠিত হয় কার্ত্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে৷ কোথাও আবার চৈত্র মাসেও হয়ে থাকে এই পুজো৷ পুজোর নিরামিষ খেতে হয় এমনকি ভাইফোঁটার পরের দিন থেকেই৷ পঞ্চমীর দিন খাবার খেতে হয় নুন ছাড়াই ৷ নির্জলা উপোষ করতে হয় ষষ্ঠীতে৷ জল পান করে উপোষ ভঙ্গ করতে হয় পুজোর পর৷ গঙ্গার ঘাটে একটি ডালা সাজিয়ে নিয়ে যাওয়া হয় এই পুজোতে৷ সেখানেই পুজো করা হয়ে থাকে সূর্য দেবতাকে৷ হলুদ গাছ, আমের পল্লব, নারকেল, কলার কাঁদি, বিভিন্ন ফল, ঠেকুয়া ও খাস্তা টিকরি থাকে এই ডালাতে৷