ছত্তিশগড়ে গায়েব হল ৬০ ফুট লম্বা আস্ত একটা লোহার সেতু! ব্যাপক শোরগোল পড়লো এলাকায়
বেস্ট কলকাতা নিউজ : নগদ, সোনার গয়না থেকে মোবাইল ফোন। এসব চুরির ঘটনা নতুন কিছু নয়। তবে বিজেপি শাসিত ছত্তিশগড়ে চোরেদের কীর্তি সবকিছুকে যেন ছাড়িয়ে গেল! চুরি হয়ে গেল আস্ত একটা সেতু! কোরবা গ্রামের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । রাতে যে সেতু পার করে গ্রামবাসী নদীর অন্য প্রান্তে গিয়েছিলেন, পরদিন সকালে ফেরার সময় দেখলেন, তা আর নেই! পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারে ৬০ ফুট লম্বা লোহার ব্রিজ গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হয়েছে। হিসেব বলছে, চুরি যাওয়া ওই অংশের ওজন ২৫ থেকে ৩০ টন। রেললাইনের মতো শক্ত লোহা দিয়ে প্রায় ৪০ বছর আগে ওই সেতু তৈরি হয়েছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পরিকল্পনামাফিক নির্দিষ্ট জায়গা থেকে ওই সেতু কাটা হয়েছে। তবে তা এতটাই নিপুণভাবে করা হয়েছে যে, কেউ টেরই পায়নি।


