বেতন বৃদ্ধির দাবি জানিয়ে গ্রুপ-ডি-র কর্মীরা কর্মবিরতির ডাক দিলো অ্যাপোলো হসপিটালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গ্রুপ ডি কর্মীদের অবস্থান বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো অ্যাপোলো হাসপাতালের জরুরী বিভাগের সামনে৷ অন্যদিকে অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে হাসপাতালের বাইরে বহিরাগতরা জড়ো হয়েছে বলে৷ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে৷

বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলনে নামে অ্যাপোলো হাসপাতালের গ্রুপ ডি এর কর্মীরা৷ শুক্রবার দুপুর থেকেই তারা অবস্থান বিক্ষোভে সামিল হন হাসপাতালের জরুরী বিভাগের সামনে ৷ প্রায় ৫০০ কর্মী এই আন্দোলনে অংশ নিয়েছেন ৷ এদের মধ্যে রয়েছেন হাউসকিপিং, নিরাপত্তাকর্মী, ফুড বিভাগসহ একাধিক অন্যান্য বিভাগের কর্মীরাও ৷এর জেরে এক প্রকার বন্ধ রয়েছে হাসপাতালের গ্রুপ ডি-র পরিষেবা৷আন্দোলনকারী রনিত মার্জিত এর অভিযোগ, প্রতি বছর এগ্রিমেন্টের সময় বেতন বাড়ানোর কথা থাকলেও তা বাড়ানো হচ্ছে না৷ এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে তারা৷ তাই এক রকম বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে তাদের কে ৷ তবে হাসপাতালের রোগীদের পরিষেবা চালু রেখেই আন্দোলনে নেমেছেন তারা৷

যদিও এদিকে রোগীদের অভিযোগ, আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে হাসপাতালে ডি গ্রুপের পরিষেবা ৷ আসলে আন্দোলনের নামে কর্মবিরতি পালন করছে তারা৷ জরুরী বিভাগের সামনে অবস্থান বিক্ষোভের জেরে চরম সমস্যায় পড়ছেন বাইরে থেকে আসা রোগীরা৷ তবে আন্দোলনকারীদের দাবি, রোগীদের যাতে কোন রকম অসুবিধা না হয়, সেই বিষয়টি আমরা গুরুত্ব দিয়েই দেখছি৷ রোগীদের পরিষেবা দেওয়াই আমাদের ধর্ম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *