জব ফেয়ারে রাজ্যের ২০০০ যুবক–যুবতী চাকরি পেলেন একদিনেই
বেস্ট কলকাতা নিউজ : ২০০০ যুবক–যুবতী একদিনে চাকরি পেলেন কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে । বুধবার একদিনে মুর্শিদাবাদ জেলাতে প্রায় ২০০০ ছাত্র–ছাত্রী চাকরি পেলেন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের উদ্যোগে ‘জব ফেয়ার ২০২২’–এ।
বুধবার ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয় বহরমপুর আইটিআই প্রশিক্ষণকেন্দ্রে । আর সেখানেই একসঙ্গে চাকরি হল এত জনের । ‘জব ফেয়ার’-এ উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীর, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই বিষয়ে কারিগরি দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীর আরও বলেন, ‘দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করছি বেকার যুবক–যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং খোঁজ নিচ্ছি কোন কোন শিল্পে এই মুহূর্তে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং তাদের দরকার কি ধরনের প্রশিক্ষিত যুবক–যুবতী। যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই হিসাবে ।’
এদিন কারিগরি মন্ত্রী এও বলেন, ‘বহরমপুরে জব ফেয়ারে একদিনে চাকরির নিয়োগপত্র দেওয়া হল প্রায় দুই হাজারের বেশি ছাত্রছাত্রীকে। এটি চলছে মূলত রাজ্যের বিভিন্ন অঞ্চলে। আগামীদিনে বহরমপুর কৃষ্ণনাথ কলেজেও ‘জব ফেয়ার’ হবে। শীঘ্রই জব ফেয়ার করা হবে শিলিগুড়িতে।’