জলপাইগুড়ির প্রবীণরা বিক্ষোভে ফেটে পড়ল করোনার টিকার অভাবের জেরে
বেস্ট কলকাতা নিউজ : দেশজুড়ে টিকার অভাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই অস্বীকার করুক না কেন করোনা মোকাবিলায় তার সরকার যে সম্পূর্ণ ব্যর্থ তা প্রমাণিত হলো আরও একবার। দেশের প্রধানমন্ত্রী অনেকটা সময় পেয়েছিল করোনার দ্বিতীয় ঢেউ আসার আগেই কিন্তু দেশজুড়ে করোনা সংক্রমণ সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে টিকা করন প্রক্রিয়া শেষ করতে না পারার কারণে ।পশ্চিমবাংলাও ব্যতিক্রম নয় তার থেকে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি করে টিকা পাঠানোর জন্য গত ফেব্রুয়ারি মাসে চিঠি দিয়ে আবেদন করেছিলেন প্রধানমন্ত্রীকে। সংকট ঘনীভূত হয়েছে তার পরেও এই রাজ্যে টিকা স্বাভাবিকভাবে কম পাঠানো হয়েছে বলে।আর তারই জেরে জলপাইগুড়িতে বিক্ষোভ দেখায় সেখানকার সাধারণ মানুষ। হাসপাতালে টিকার অভাব রয়েছে টিকা দেওয়া যাচ্ছে না সবাইকে, সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে এই পরিপেক্ষিতে ।প্রবীণরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হলেন ভ্যাকসিনের দাবিতে। এদিকে ক্রমশ উর্ধমুখী রাজ্যের কোভিড গ্রাফ। নতুন আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লাফিয়ে।পাল্লা দিয়ে বাড়ছে এমনকি মৃত্যুও। স্বাভাবিকভাবেই আমজনতাকে আতঙ্ক গ্রাস করেছে ।অধিকাংশ মানুষ ভ্যাকসিন নিতে চাইছেন ভোটের আগেই ।