জেলে মৃত্যু হলো প্রতিবন্দী যুবকের , উত্তেজিত জনতা রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালো হাসনাবাদে
বেস্ট কলকাতা নিউজ : জেল হেফাজতে মৃত্যু গৌতম মন্ডল নামের এক প্রতিবন্দি যুবকের। এলাকাবাসী মৃত্যুর পুর্নাঙ্গ তদন্ত এবং দ্রুত মৃতদেহ পরিবারকে দেওয়ার দাবিতে হাসনাবাদ শাখার লেবুতলা রেললাইনে আগুন জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন। এই প্রতিবাদের জেরে এক প্রকার বিপর্যস্ত হয়ে পরে ওই শাখার ট্রেন চলাচল।সম্প্রতি ফনীর সাইক্লোনের জন্য শিয়ালদহ-হাসনাবাদ শাখার কিছু ট্রেন বাতিল করা হয়েছিল। সেই সব ট্রেন না থাকার কারণে বারাসত স্টেশনে বিক্ষোভ দেখিয়ে ট্রেনে পাথর ছোঁড়ে বেশ কয়েকজন নিত্য যাত্রী।রেল পুলিশ যাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে । এই তিনজনের মধ্যে ছিলেন প্রতিবন্ধী গৌতমও। গৌতমের পরিবারের অভিযোগ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও পুলিশ হেফাজতে ব্যাপক মারধোর করা হয় গৌতমকে। এতেই অসুস্থ হয়ে পড়লে প্রথমে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় গৌতমকে। সেখানে ভর্তি থাকার পর অবস্থার ক্রমশ অবনতি ঘটলে শনিবার গৌতমকে আরজিকর মেডিক্যালে নিয়ে আসা হয়। এখানেই মারা যান গৌতম।
জেল হেফাজতে মৃত্যুর কারণে ময়নাতদন্ত এবং ভিডিগ্রাফির জন্য গৌতমের মৃতদেহ আরজিকরেই আটকে রেখে দেওয়া হয়৷ এরপরই এলাকার বাসিন্দারা পরিবারকে দ্রুত মৃতদেহ হস্তান্তরের দাবি এবং পুলিশ হেফাজতে মারা যাওয়ার পুর্ণাঙ্গ তদন্ত চেয়ে শিয়ালদহ-হাসনাবাদ শাখার লেবুতলা হল্টে রেল লাইনে নেমে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।বিক্ষোভ সরাতে পুলিশ ও জিআরপি এলে বিক্ষোভকারীরা তাদের উপরও পাথর ছুঁড়তে থাকেন । এরফলে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদহ হাসনাবাদ শাখার ট্রেন চলাচল। শেষ পাওয়া খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাতে নামানো হয়েছে র্যাফ।