মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ হজরত মহম্মদকে নিয়ে কটুক্তির জেরে জমায়েত রুখতে, ১৪৪ ধারা জারি হাওড়ায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। যার জেরে বৃহস্পতিবার জাতীয় সড়কে অবরোধ, বিক্ষোভে নাজেহাল হন যাত্রীরা। টানা ১১ ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। শুক্রবার হাওড়া সিটি পুলিশ ১৪৪ ধারা জারি করল ফের পরিস্থিতি বেগতিক হতেই ।বিশৃঙ্খলা এড়াতে যে কোনও জমায়েতকে কড়া হাতে দমন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে হাওড়া সিটি পুলিশ। আগামী ১৫ জুন অবধি এই নিয়ম জারি থাকবে। যদিও গ্রামীণ পুলিশের তরফে কোনও বার্তা মেলেনি।

পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার কোণা এক্সপ্রেসওয়ের ওপরেই বিক্ষোভ দেখায়। অবরোধ চলে টানা ১১ ঘন্টা। যার ফলে আম জনতাকে চুড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। একটানা অ্যাম্বুলেন্সের ভিতরে আটকে থাকেন বহু মানুষ। যান চলাচল স্বাভাবিক হয় রাত ৯ টা নাগাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *