টাটা গ্রুপ কিনতে পারে বিগ বাস্কেটের ৮০ শতাংশ মালিকানা
বেস্ট কলকাতা নিউজ : টাটা গোষ্ঠীর আলোচনা অনেকটাই এগিয়েছে অনলাইন মুদিখানা বিগবাস্কেট কেনার ব্যাপারে । সে ক্ষেত্রে টাটা গোষ্ঠী ১.৬ বিলিয়ন ডলারে কিনতে পারে আলিবাবা গোষ্ঠীর এই অনলাইন সংস্থা বিগ বাস্কেটের ৮০ শতাংশ মালিকানা। এমনই খবর প্রকাশিত একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে।
ইতিমধ্যেই দরাদরিও শুরু হয়েছে সংস্থা কেনার ব্যাপারে। প্রথমে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে বিগবাস্কেটের ৮০ শতাংশ মালিকানা কেনার জন্য ১.৩ বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছিল বলে খবর হয় একটি সর্বভারতীয় সংবাদপত্রে। তবে এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি টাটা গোষ্ঠীর মুখপাত্র, অন্যদিকে কোনো মন্তব্য করেননি বিগবাস্কেটকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর অনুরোধ করলেও।
মুম্বই ভিত্তিক টাটা গোষ্ঠীর সম্মিলিত আয় ১১৩ মিলিয়ন ডলার। এবার এই গোষ্ঠী নজর বাড়াচ্ছে অনলাইন ব্যবসার দিকেও। মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর জিয়োমার্ট এই ক্ষেত্রে বিস্তার বাড়াতে চাইছে যেখানে এই বাজারটা অ্যামাজন ওয়ালমার্টের মতো সংস্থার দখলে। পাশাপাশি আবার টাটা গোষ্ঠী এই ক্ষেত্রে এগোতে চাইছে এমন ভাবে যাতে ফারাক কমে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে।