টাটা মোটর্স, ইয়েস ব্যাংক এবং বেদান্তর নাম বাদ পড়ছে সেনসেক্স থেকে
বেস্ট কলকাতা নিউজ : আগামী ২৩ডিসেম্বর থেকে টাটা মোটর্স, ইয়েস ব্যাংক এবং বেদান্তর নাম বাদ পড়ছে বিএসই সূচক সেনসেক্স তালিকায় থাকা শেয়ারগুলি থেকে৷ তাদের জায়গায় নতুন করে সেনসেক্সে আসছে আল্ট্রাটেক সিমেন্ট ,টাইটান, নেসলে ইন্ডিয়া। এস অ্যান্ড পি ডাউজোন্স এবং বিএসই- যৌথ উদ্যোগের এশিয়া ইন্ডেক্সেও বলে শুক্রবার বিবৃতিতে জানান হয়েছে ৷এছাড়াও এস অ্যান্ডপি বিএসই সেনসেক্স ৫০-এ জায়গা পেয়েছে ইউপিএল লিমিটেড এবং ডাবর ইন্ডিয়া এই দুই সংস্থার শেয়ার গুলিও এবং পরিবর্তে সেখান থেকে সরছে ইন্ডিয়া বুলস হাউসিং ফিনান্স এবং ইয়েস ব্যাংক৷
এছাড়াও ইন্ডিয়া বুলস হাউসিং ফিনান্স , ইয়েস ব্যাংক , ইন্ডিয়া গ্লোব অ্যাভিয়েশন, এসবিআই লাইফ ইন্সিওরেন্স কোম্পানি এবং ইনফো এজ (ইন্ডিয়া) ঢুকেছে এস অ্যান্ড পি বিএসই সেনসেক্স নেক্সট ৫০ এ৷ বদলে এই সূচক থেকে বেরিয়ে গিয়েছে ক্যাডিলিয়া হেলথকেয়ার, ডাবর ইন্ডিয়া, গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস, ইউপিএল লিমিটেড ও এডেলউইস ফিনান্সিয়াল সার্ভিস ৷এই সমস্ত পরিবর্তনই ২৩ ডিসেম্বর থেকে কার্যকরী হবে বলে এশিয়া ইন্ডেক্স জানিয়েছে৷