টিকাকরণ শিবির নিয়ে লালবাজারের নতুন নির্দেশিকা কসবা-কাণ্ডের পর
বেস্ট কলকাতা নিউজ : এবার থেকে চাইলেই টিকাকরণ শিবির করা যাবে না শহরের যত্রতত্র৷ অবশেষে লালবাজার এমনই এক পদক্ষেপ নিল কসবার ভুয়ো টিকাকরণ শিবির কাণ্ডের পর৷ এই নির্দেশ শহরের প্রত্যেকটি থানায় ই-মেল মারফত জানানো হয়েছে স্বয়ং কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের তরফে৷ লালবাজার সূত্রের খবর, গোটা কলকাতা শহরে ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে নতুন এই নির্দেশিকা।
ঠিক কী কী বলা আছে এই নির্দেশিকায় ?
সবার আগে স্থানীয় থানার ছাড়পত্র লাগবে যে কোনও টিকাকরণ শিবির খুলতে গেলে। তবে স্থানীয় থানা ছাড়পত্র দিলেই শিবির করার অনুমতি মিলে যাবে তা কিন্তু নয় ।এরপর স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা পরিদর্শনে আসবেন যেখানে শিবির করার জন্য আবেদন করা হয়েছে সেই জায়গা দেখার জন্য। সেখানে ভাল ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে । সংশ্লিষ্ট সংস্থার কাগজপত্রও এমনকি খতিয়ে দেখা হবে। ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে কোন টিকা সাধারণ মানুষকে দেওয়া হবে তা পরীক্ষা করে দেখার পরেই৷খতিয়ে দেখা হবে এমনকি যাঁরা টিকা দেবেন তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত, স্বীকৃত স্বাস্থ্যকর্মী কিনা৷চূড়ান্ত ছাড়পত্র পাওয়া যাবে প্রয়োজনে স্বাস্থ্য দফতর এবং পুরসভার সঙ্গে কথা বলে সমন্বয় সাধন করে তারপরেই।