জাঁকজমকহীন ভাবে স্নানযাত্রা উত্‍সব পালিত হল গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শুরু হল বৈষ্ণব ভাবাদর্শের অন্যতম পীঠস্থান শ্রী পাট গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবন তথা রাধাগোবিন্দ জীউ মন্দিরের জগন্নাথ দেবের স্নানযাত্রা উত্‍সব। গোপীবল্লভপুর এর এই স্নানযাত্রা উত্‍সব সমগ্র অবিভক্ত মেদিনীপুর জেলার একটি উল্লেখযোগ্য উত্‍সবও বটে। স্নানযাত্রা উত্‍সব মহা সমারোহের সাথে পালিত হত গুপ্ত বৃন্দাবনের বারো মাসের তেরো পার্বণের মধ্যে। উত্‍সবকে ঘিরে এমনকি ভক্ত সমাগম হত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও ।কিন্তু করোনা মহামারীর কারণে শ্রী পাট গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবনের স্নানযাত্রা উত্‍সব অনারম্বর ভাবে পালিত হল সরকারের নির্দেশিত বিধিনিষেধের জন্য মাত্র কয়েকজনকে নিয়ে। সম্পূর্ণ করোনা বিধি মেনে উত্‍সব পালিত হল রাধাগোবিন্দ জীউ মন্দিরের পুরোহিত, শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামী এবং গুপ্ত বৃন্দাবনের কয়েক জন ভক্ত নিয়ে।

এদিন মন্দির থেকে জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে বের করে সুবর্ণরেখা নদীর থেকে জল এনে ,মধু ,হলুদ, ঘি,ফলের রস ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় গুপ্ত বৃন্দাবনের চারশো বছরের প্রাচীন রীতি মেনেই। পরে সাজিয়ে তোলা হয় বিভিন্ন রকমের ফুল দিয়ে। তবে সেক্ষেত্রে ভক্তদের প্রবেশে একেবারে নিষেধাজ্ঞা ছিল রীতি মেনে অনুষ্ঠান পালিত হলেও। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,ঝাড়গ্ৰাম জেলা প্রশাসনের পক্ষ থেকে হাই রেস্ট্রিকটেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীউ মন্দির চত্ত্বরকে। তাই সম্পূর্ণ প্রাচীন রীতি মেনে জগন্নাথ দেবের স্নানযাত্রা উত্‍সব পালিত হয়েছে ভক্তদের সমাগম না করেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *