টুইটার বিশেষ দায়বন্ধ ভারতের আইটি বিধি মেনে চলতে , সময় চাইল আরও কিছুটা
বেস্ট কলকাতা নিউজ : গোটা দেশ একরকম তোলপাড় নয়া তথ্য প্রযুক্তি আইন নিয়ে। অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে এমনকি ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো বৃহৎ সোশ্যাল মাধ্যমগুলিকেও। প্রথম থেকে টুইটার সরব ছিল ভারতের আইটি আইন নিয়ে। সরকারের নতুন বিধি কার্যকর করার পরিবর্তে টুইটার (Twitter) উল্টে, এই বিধির সমালোচনা করেছে। তবে কেন্দ্র সরকারের তরফেও এর পাল্টা জবাব দেওয়া হয় টুইটারের সমালোচনার পর।এবার করোনার অতিমারী পরিস্থিতিতে তারা কী ভাবছে এই আইন নিয়ে তা জানানোর জন্য আরও কিছুটা সময় চাইল।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মাইক্রোব্লগিং সাইট ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রককে জানিয়েছে যে, তারা মেনে চলতে চায় ভারতের ডিজিটাল আইন। তবে আরও সময় প্রয়োজন ভারতের কোভিড -১৯ মহামারী সংক্রমণের কারণে।মূলত ,এর আগের সপ্তাহেই কেন্দ্র সরকার একটি নোটিস পাঠিয়ে টুইটারের কাছে জানতে চায় যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার নিজের অবস্থান স্পষ্ট করুক ভারতের নতুন তথ্য প্রযুক্তি আইন নিয়ে। এদিকে টুইটারের তরফে জানানো হয়েছে টুইটার গভীরভাবে দায়বদ্ধ ভারতের আইনের প্রতি। এটাও জানানো হয়েছে যে টুইটার দ্রুত সমস্ত রকমের পদক্ষেপ নেবে ভারতীয় আইন মেনে চলতে।