ট্রয় ট্রেনকে নিয়ে উৎসাহ ক্রমশ বাড়ছে পর্যটকদের, আশায় পর্যটন দপ্তরের আধিকারিকেরা
নিজস্ব সংবাদদাতা : এবারে রেকর্ড পর্যটক এসেছেন শৈলশহরে। দেশের সব জায়গা থেকে তো বটেই এমনকি বিদেশ থেকে পর্যটকেরা এসে ভীড় করছেন। ট্রয় ট্রেনের কথা বিদেশ থেকেই শুনেছেন তাই একেবারেই চলে এসেছেন ট্রয় ট্রেনের টানে। এবারে রেকর্ড ভীড় করছেন পর্যটকেরা। নানান জায়গা থেকে ভীড় করছেন তারা। তাই এবারে ট্রয় ট্রেনকে আরো আকর্ষনীয় করতে ভীড় করলেন তারা। হিন্দি, বাংলা এবং ইংরেজী এই তিন ভাষায় গান শোনা যাবে ট্রয় ট্রেনে। দেখানো হবে বাচ্চাদের কার্টুন এবং সিনেমা। এছারাও কিনতে পাওয়া যাবে নানান ধরনের বই। নানাভাবে টানতে চেষ্টা করা হবে পর্যটকদের। এই সময়টা সাধারনত ভরা পরশুম পর্যটন শিল্পের তাই কোনভাবেই এই সময়টা নষ্ট করতে চায় না পর্যটন দপ্তর। যেভাবেই হোক আমরা চাই পর্যটকেরা আসুন আমাদের কাছে। ঘুরুন দার্জিলিং এবং পাহাড় এবং আবার আসুন। এটাই আমাদের মুল কথা জানালেন পর্যটন দপ্তরের আধিকারিকেরা।