তিরুঅন্তপুরম বিমানবন্দর আদানিদের হাতে, সুপ্রিম কোর্টে যাচ্ছে কেরল সরকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কেরল সরকার সুপ্রিম কোর্টের দারস্থ হল আদানি গোষ্ঠীর হাতে তিরুঅনন্তপুরম বিমানবন্দর তুলে দেওয়ার বিরুদ্ধে। এবার বিজয়ন পিনারাই সরকার দেশের শীর্ষ আদালতের কাছে আবেদন করতে চলেছে কেন্দ্রীয় সরকারের বিমানবন্দর বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার উপরে নিষেধাজ্ঞা চেয়ে।

সব দলের সঙ্গে বৈঠক করেই কেরল সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার চিন্তা করে। যদিও এর আগে এই দাবি নাকচ করে দিয়েছে কেরল হাই কোর্ট। কেরল সরকারের মন্ত্রী কাদাকম্পলি সুরেন্দ্রন আরও জানিয়েছেন ‘ কেন্দ্র রীতিমতো দিনে দুপুরে ডাকাতি করছে তিরুবন্তপুরম বিমানবন্দর বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে’। তিনি এও বলেন কোনো রকম ভাবে বিমানবন্দর তুলে দেওয়া যাবে না বেসরকারি হাতে। এমনকি রাজ্যও প্রচুর খরচ করেছে এই বিমানবন্দরের রক্ষণাবেক্ষণের পেছনে, এছাড়াও জমিও দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই বিষয়ে কেন্দ্র এরকম সিদ্ধান্ত নিতে পারেনা একতরফাভাবে।

প্রসঙ্গত, গত অগস্ট মাসে কেন্দ্র জয়পুর, তিরুঅনন্তপুরম এবং গুয়াহাটি এই তিনটি বিমানবন্দর বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়, এগুলি ৫০ বছরের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বেসরকারি সংস্থাকে দেওয়া হচ্ছে উন্নয়ন, চালানো এবং রক্ষণাবেক্ষণের জন্য। আদানি গোষ্ঠীর হাতে যাচ্ছে এই তিনটি বিমানবন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *