ত্রিপুরায় নেতাজীর মূর্তির জায়গা হল আবর্জনা ফেলার গাড়িতে
বেস্ট কলকাতা নিউজ : আর্বজনা ফেলার গাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তির ঠাঁই হল বিজেপি শাসিত ত্রিপুরায়। জানা গেছে তীব্র নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে নেতাজী সুভাষচন্দ্র বসুর একট মূর্তি রয়েছে , সাব্রুম নেতাজী চৌমুহনী এলাকায়। পাশেই রয়েছে একটি বটগাছ। সেই গাছটি কাটার জন্য বিজেপি শাসিত পঞ্চায়েত প্রধানের নির্দেশে সরানোর হয় মূর্তিটি। কিন্তু এই পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও এরপরেই শুরু হয় তুমুল বিতর্ক। সাব্রুম নগর পঞ্চায়েতের আবর্জনা ফেলার গাড়ি ব্যবহার করা হয়েছে মূর্তি টি সরাতে । এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। যদিও সাব্রুম নগর পঞ্চায়েতের প্রধান এই বিষয়ে কোনো কথা বলতে চাইনি।