থ্যালাসেমিয়া নিয়ে এক অভিনব সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেলো কাটোয়া মহকুমাশাসকের সভাকক্ষে
বেস্ট কলকাতা নিউজ : ভারতীয় রেডক্রশ সোসাইটির কাটোয়া মহকুমা শাখার উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজের সহযোগীতায় এক অভিনব থ্যালাসেমিয়া সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেলো পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমাশাসকের সভাকক্ষে বেলা ১২ টায়।কাটোয়া মহকুমার ১০ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিবির আয়োজিত হয়।
এই সচেতনতা শিবিরে উপস্হিত ছিল ১০ টি বিদ্যালয়ের মোট ৮৫ জন ছাত্র-ছাত্রী, ১৫ জন অভিভাবক, ১০ জন শিক্ষক । শিবিরের শুরুতে বর্ধমান মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া বিভাগের ডঃ শমিষ্ঠা চক্রবর্ত্তী নেতৃত্বে মেডিকেল টিম থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা ও চিকিৎসা এবং বাহক নির্ণয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে ছাত্রছাত্রীদের নিয়ে একটি মনোগ্রাহী সেমিনার পরিচালনা করেন। এই সেমিনারে বিশেষ ভাবে উপকৃত হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । এই সেমিনারে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল, ভারতীয় রেড়ক্রশ সোসাইটির কাটোয়া মহকুমা শাখার সম্পাদক ডঃ শেখর সরকার, ডঃ অরুপ গুহ প্রমুখ বিশিষ্ট ব্যাক্তি বর্গ।